বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগরে সাতক্ষীরা থেকে প্রকাশিত পাঠক নন্দিত জনবহুল দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামনগরের কৃতিসন্তান জিএম নূর ইসলাম এর সহধর্মিনী প্রয়াত আনোয়ারা বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২১ সেপ্টেম্বর বুধবার আছর নামাজ বাদ বিকাল ৫ টায় নূরনগর শিশুসাহিত্য গবেষণা পরিষদের আয়োজনে অত্র পরিষদের অস্থায়ী কার্যালয়ে বিভিন্ন পর্যায়ের রাজনীতি নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অত্র পরিষদের সদস্যবৃন্দের উপস্থিতিতে পরিষদের সভাপতি ডাঃ মাওঃ মাহমুদুল হাসান ইসরাফিল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম জাকির হোসেন এর সার্বিক পরিচালনায় মরহুমার বর্ণাঢ্য জীবন ও স্মৃতিচারণে বক্তব্য রাখেন অত্র পরিষদের সাহিত্য সম্পাদক কবি গোবিন্দ প্রসাদ মন্ডল, আলহাজ্ব আব্দুল কাদের, কারী মোঃ ফজর আলী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন মোঃ মুরাদ আহমেদ, মোঃ মহসিন হোসেন, মোঃ শাহজাহান হোসেন, মোঃ শাহিনুর রহমান, মোঃ গফুর গাজী, মোঃ খাইরুল ইসলাম, মোঃ আবু ইসা, মোঃ সিরাজুল ইসলাম সহ অত্র পরিষদের সকল সদস্যবৃন্দ ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নূরনগর দারুল জান্নাত কওমিয়া হাফিজিয়া মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মোঃ মিজানুর রহমান। উলেখ্য প্রয়াত আনোয়ারা বেগম ৫৭ বছর বয়সে গত ১৮ সেপ্টেম্বর ২০২১ সালে মৃত্যু বরণ করেন।