স্টাফ রিপোর্টার ঃ শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায় জানিয়েছেন সাতক্ষীরার প্রবীন সাংবাদিক সুভাষ চৌধুরীর সহকর্মিরা। সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি, এনটিভি ও যুগান্তরের সাতক্ষীরা প্রতিনিধি সুভাষ চৌধুরীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন সহকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল সকাল সাড়ে দশটায় তার মরদেহ সাতক্ষীরা প্রেসক্লাবে নিয়ে আসলে সহকর্মীরা মরদেহ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুলাহ, সময় টিভির সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপী, কালের চিত্রের সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, পত্রদূতের উপদেষ্টা সম্পাদক আবুল কালাম আজাদ, পত্রদূতের সম্পাদক মন্ডলীর সভাপতি আনিসুর রহিম, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যান ব্যানার্জী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজন, আর টিভির সাতক্ষীরা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াজেদ কচি, বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভীন সেজুতি, এটিএন বাংলার সাতক্ষীরা প্রতিনিধি এম কামরুজ্জামান, বিটিভির মোজাফফার রহমান, আব্দুল জলিল, শরিফুলাহ কায়সার সুমন, এম ঈদূজ্জামান ইদ্রিস, ফরিদ আহমেদ ময়না, আবুল কাশেম, অসীম বরন চক্রবর্তী, বরুন ব্যানার্জী, আশরাফুল ইসলাম, সহ প্রেসক্লাব সদস্যগন। এছাড়া রাজনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মরদেহ ফুলেল শুভেচ্ছা জানান। পরে সেখান থেকে তার মরদেহ রসুলপুর শশ্মানে নিয়ে যাওয়ায় দাহ সম্পন্ন করা হয়।