স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা পৌরসভার বারবার নির্বাচিত ৯নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ শফিকউদৌলা সাগরের পিতা শেখ রফিক উদদৌলা (৯১) আর নেই। তিনি গতকাল ভোর সাড়ে পাঁচটায় শহরের পলাশপোল এলাকায় খাল ধারে কাউন্সিলর সাগরের বাস ভবনে ইন্তেকাল করেন। (ইন্না————রাজিউন)। শহরের অতি পরিচিত মুখ রফিক উদ দৌলা অত্যান্ত সদআলাপী ছিলেন। অত্যান্ত বিনয়ী সভাবের এ মানুষটি সকলের সাথে হেসে কথা বলতেন। গতকাল প্রিয় মানুষটির মৃত্যুর খবর চারিদিকে ছড়িয়ে পড়লে পরিচিত মুখটি এক নজর দেখার জন্য ছুটে আসেন খাল পাড়ে। সাগর ভাইয়ের বাস ভবনে মৃত্যুকালে ৩ পুত্র ২ কন্যা স্ত্রী, আত্মীয় স্বজন, শুভাকাঙ্খী সহ অসংখ্য গুনগ্রাহী রেখেগেছেন। গতকাল বিকাল ৫টায় সাতক্ষীরা স্টেডিয়ামে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র তাসকিন আহমেদ, সহ সকল কাউন্সিলর, কর্মকর্তা, কর্মচারী গন্যমান্য ব্যক্তি মরহুমের আত্মীয় স্বজন সহ স্থানীয় মুসুলীবৃন্দ। জানাযা শেষে মরহুমের লাশ রসুলপুর সরকারী গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। কাউন্সিলর সাগরের পিতার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন। দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্যা, বার্তা সম্পাদক জিএম আদম শফিউলাহ, মফস্বল বার্তা সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, সহ-সম্পাদক জিএম ওমর ফারুক, চীফ রিপোর্টার মাছুদুর জামান সুমন, স্টাফ রিপোর্টার মীর আবু বকর, ম্যানেজার বুলবুল আহমেদ সহ দৃষ্টিপাত পরিবার।