এস এম আবুল কালাম আজাদ : ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের লাবসা পলী মঙ্গল ফুটবল মাঠে এমপি রবি ফুটবল টুর্নামেন্ট এর প্রথম রাউন্ডের ৫ম দিনের জাঁকজমকপূর্ণ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় সাতক্ষীরা সদরের লাবসা পলী মঙ্গল ফুটবল মাঠে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপির সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এমপি রবি ফুটবল টুর্নামেন্টের ৫ম দিনের খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নাজিম উদ্দিন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, শিবপুর ইউপি চেয়ারম্যান এস.এম আবুল কালাম, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, জেলা যুবলীগের সিনিয়র সদস্য যুব নেতা মীর মহিতুল আলম মহি, সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, সাতক্ষীরা পৌরভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারি প্রকৌশলী কামরুল আখতার, সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, এমপি রবি ফুটবল টুর্নামেন্ট এর সমন্বয়কারি বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান খোকন, লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শেখ মুস্তাফিজুর রহমান শাহনওয়াজ প্রমুখ। এমপি রবি ফুটবল টুর্নামেন্ট এর ৫ম দিনের খেলায় অংশ নেয় সাতক্ষীরা পৌরসভা দল বনাম শিবপুর ইউনিয়ন দল। খেলার নির্ধারিত সময়ে কোন দল খুব ভাল খেলেও গোলের দেখা পায়নি। ফলে খেলা রুপ নেয় টাইবেকারে ৪-৩ গোলে সাতক্ষীরা পৌরসভাকে হারিয়ে শিবপুর ইউনিয়ন দল জয়লাভ করেন। খেলা পরিচালনা করেন রেফারী নাসির উদ্দিন, সহকারি রেফারী ছিলেন রফিকুল ইসলাম খান ও এ.কে আজাদ কাঁনন। বৃহস্পতিবার দুপুর ২টার আগেই লাবসা ইউনিয়নের লাবসা ফুটবল মাঠ দর্শকে কানায় কানায় ভরে যায়। হাজার হাজার দর্শক ৫ম দিনের খেলাটি উপভোগ করেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স।