বড়দল (আশাশুনি) প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামে সুপেয় পানির প্লান্ট উদ্বোধন করা হয়েছে। বুধবার ফকরাবাদ ঠাকুর বাড়িতে এপ্লান্টের উদ্বোধন করা হয়।ইউএনডিপি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায়, সহযোগি এনজিও ব্র্যাক ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর বাস্তবায়নে পুকুর ভিত্তিক আল্ট্রা ফিল্টার সিস্টেম পানির প্লান্ট নির্মান করা হয়েছে। প্লান্টটিতে প্রতি ঘন্টায় ২ হাজার লিটার পানি উৎপাদন হবে। ২০০ ফ্যামিলি প্রিপেইড কার্ড ব্যবহার করে প্রতিবার ১০ লিটার করে প্রতিদিন ২০ লিটার পানি নিতে পারবে। প্লান্টের শুভ উদ্বোধন করেন বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা। এসময় আশাশুনি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোস্তাফিজুর রহমান এবং ইউএনডিপি ও ব্র্যাকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।