স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় সড়ক ও জনপদ বিভাগের অবৈধ স্থাপনা উচ্ছেদের স্থানে পূনরায় দখলের অভিযোগ উঠেছে স্থানীয় কতিপয় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে। ঘটনাটি গতকাল দুপুরে শহরের সঙ্গীতা মোড়ে পশু হাসপাতাল গেট সংলগ্ন কামালনগর ক্লাবের স্থানে ঘটে। ঐ এলাকায় বিগত দিনের ব্যবসা পরিচালনাকারী একাধিক ব্যক্তি দৈনিক দৃষ্টিপাতকে জানান, গত কদিন ধরে সাতক্ষীরা বিভিন্ন সড়কের দুই ধারে সড়ক বিভাগের জমি উদ্ধারে অভিযান চলছে। তাহা ধারাবাহিকতায় গতকাল সকাল ১০টায় কামালনগর ক্লাব সহ পার্শ্ববর্তি স্থানে অভিযান চালায় সড়ক বিভাগ। এসময় ক্লাব সহ অন্য ঘর, প্রাচীর ভেঙ্গে গুড়িয়ে দেয়। উচ্ছেদ কারী বুলরোজার ও সড়ক বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থান ত্যাগ করলে তৎক্ষনিক শহরের কামালনগর এলাকার কতিপয় মাদক ব্যবসায়ী ক্লাবের জায়গা সহ আশপাশ জমি দখলের পায়তারা চালাচ্ছে। এমনকি তারা ঐ জমি অবৈধ ভাবে দখলে রাখার জন্য হুমকি ধামকি দিয়ে স্থানীয়দের মাঝে ভীতির সৃষ্টি করছে। শুধু তাই নয় তাদের নেতৃত্বে ঐ এলাকায় কয়েকটি চায়ের দোকান বসানো হয়েছে। কামাল নগর এলাকায় সাধারন মানুষ দ্রুত সড়ক বিভাগের উদ্ধারকৃত জমি স্বাভাবিক অবস্থায় রাখতে সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছে।