শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা চ্যারিটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত \ সাফ জয়ী দলের মাসুরাকে সংবর্ধনা প্রদান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

এস এম জাকির হোসেন শ্যামনগর থেকেঃ শ্যামনগর উপজেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা চ্যারিটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ও সাফ জয়ী দলের খেলোয়াড় মাসুরা পারভীনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। “ক্রীড়াকে আঁকড়ে ধরি, মাদক কে না বলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৪ টায় শ্যামনগর ফুটবল একাডেমির আয়োজনে নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং ক্রীড়া প্রেমী হাজার হাজার দর্শক শ্রোতাবৃন্দে উপস্থিতিতে বাংলাদেশ জাতীয়দলের খেলোয়ার সাতক্ষীরার গর্ব সাফজয়ী মাছুরা পারভীনের নেতৃত্বে শ্যামনগর ফুটবল একাডেমী মহিলা দল এবং ঢাকা-খুলনা ও বিভিন্ন ক্লাবের মহিলা ফুটবল খেলোয়াড়দের সমন্বয়ে এক চ্যারিটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার সকালে বাড়ি ফিরে বিকেলে শ্যামনগরে ফুটবল মাঠ কাপালেন সাফ কাপ জয়ী মাসুরা। বিকেলে তিনি শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে পৌঁছালে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার ও উপজেলা প্রশাসনের কর্তাব্যক্তিরা তাকে বীরচিত ফুলেল সংবর্ধনা জানান। উক্ত অনুষ্ঠানে শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পাবলিক প্রসিকিউটর এ্যাডঃ এস এম জহুরুল হায়দার বাবু এর সভাপতিত্বে চ্যারিটি ফুটবল ম্যাচ পূর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য উপজেলা আ’লীগের সভাপতি এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন। সংবর্ধিত অতিথি বক্তব্যে বাংলাদেশ মহিলা জাতীয়দলের ফুটবল খেলোয়াড় সাফজয়ী মাছুরা পারভীন বলেন, সবার প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। সাতক্ষীরার মানুষ আমাকে ও আমাদের খুবই ভালোবাসে। এই ভালোবাসা পেয়ে আমি খুবই আনন্দিত ও মুগ্ধ। আগে সাধারণত পুরুষ খেলোয়াড়দের নিয়ে আনন্দ হতো, উচ্ছ্বাস হতো। তাঁদের নিয়ে নিউজ হতো। এখন মানুষের চিন্তাভাবনা পাল্টে গেছে। মেয়েরাও ভালো খেলেছে। সব দিকে মেয়েরা এগিয়ে যাচ্ছে। তাই সবাই এখন মেয়েদের সাফল্য নিয়েও আগ্রহী হচ্ছে। এভাবে সবাই পাশে থাকলে আমাদের এগিয়ে যেতে সুবিধা হবে। সংবর্ধনা অনুষ্ঠান শেষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা চ্যারিটি ফুটবল ম্যাচ পূর্বে শান্তির প্রতীক কবুতর উড়িয়ে খেলাটি শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, সাফজয়ী মাছুরা পারভীন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার শিশু কন্যা আফরা তাসনিম আরিবা। উদ্বোধন পরবর্তী মাসুরার নেতৃত্বে শ্যামনগর মহিলা ফুটবল একাদশ মনমুগ্ধকর ক্রীড়া শৈলী প্রদর্শন করে ৩-১ গোলে খুলনা মহিলা ফুটবল একাদশকে পরাজিত করে। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান, থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মূর্শেদ প্রমূখ। খেলাটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ জাতীয় দল ও ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের মিডফিল্ডার শেখ আলমগীর কবির রানা। খেলাটিতে রেফারির দায়িত্ব পালন করেন তৈইবুর রহমান বাবলু, জুলফিকার আলি জুলু ও আব্দুল হামিদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com