মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৩৭ পূর্বাহ্ন

আশাশুনির বিভিন্ন দুর্গা পূজা মন্দিরে এমপি রুহুল হক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

বিশেষ প্রতিনিধি \ শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে আশাশুনি উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। সোমবার সন্ধ্যায় মহা অষ্টমীতে সফর সঙ্গীদের নিয়ে তিনি মন্দির সমুহে গমন করেন। রাত্র ৮ টার দিকে শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া সার্বজনীন দুর্গা মন্দির চত্বরে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, এমপি ডাঃ আ ফ ম রুহুল হক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মৃত্যুঞ্জয় দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি নীলকণ্ঠ সোম, কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাশ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, আশাশুনি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর হোসেন, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনিচ্ছুজ্জামান খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছাড় দিপু, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর ছাকি পলাশ, দরগাহপুর ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলী, সাবেক চেয়ারম্যান শেখ জাকির হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সেক্রেটারী রনজিত কুমার বৈদ্য, উপজেলা কৃষকলীগ সভাপতি রাশেদ সরোয়ার শেলী প্রমুখ। এরআগে তিনি শোভনালী, আশাশুনি সদর ইউনিয়নের পূজা মন্ডপ এবং পরে বড়দল, কাদাকাটি ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শণ ও মন্ডপে আগত ধর্মপ্রাণ মানুষের সাথে মতবিনিময় করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com