এফএনএস: মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের যাচাইকরণের ধীর গতিতে হতাশা প্রকাশ করেছে বাংলাদেশ। তাদের যাচাইকরণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে তাগিদও দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার দুদেশের মধ্যে এক বৈঠকে এ তাগিদ দেওয়া হয়। রাখাইন থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের যাচাইয়ের জন্য নবগঠিত অ্যাড-হক টাস্ক ফোর্স কারিগরি কমিটির প্রথম বৈঠক বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) শাহ রিজওয়ান হায়াত এবং মিয়ানমারের অভিবাসন ও জনসংখ্যা মন্ত্রণালয়ের উপ-মহাপরিচালক ইয়ে তুন উ নিজ নিজ পক্ষে নেতৃত্ব দেন। বৈঠকে উভয় পক্ষই রাখাইনের বাস্তুচ্যুত লোকদের যাচাইকরণে বিলম্বের কারণগুলো খতিয়ে দেখার প্রত্যয় ব্যক্ত করেছে। আরআরআরসির শাহ রিজওয়ান হায়াত বাংলাদেশের অসংখ্য সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ সত্তে¡ও রাখাইন থেকে বিপুল সংখ্যক বাস্তুচ্যুত ব্যক্তিদের অস্থায়ী আশ্রয় দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক দিক তুলে ধরেন। তিনি মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের যাচাইকরণের ধীর গতিতে হতাশা প্রকাশ করেন। এ যাচাইকরণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য তিনটি দ্বিপাক্ষিক প্রক্রিয়ার অধীনে সব ধরনের সহযোগিতার প্রস্তাব দেন। তিনি আরও বলেন, যাচাইকরণের অসুবিধা ও সমস্যা সমাধান করতে পারলে রাখাইনের বাস্তুচ্যুত জনগণের টেকসই প্রত্যাবাসন দ্রুত নিশ্চিত হবে। বৈঠকে মিয়ানমার প্রতিনিধি দল যাচাইকরণ প্রক্রিয়া সম্পূর্ণ করতে সহযোগিতার আশ্বাস দেয়।