দক্ষিণ শ্রীপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ বিজয় দশমীর পূজা চলাকালীন কালিগঞ্জ উপজেলার গোবিন্দকাটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন উপজেলা আ’লীগের সিনিঃ সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গোবিন্দ কাটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি। মন্ডপ পরিদর্শন কালে তিনি পূজা কমিটি এবং পূজায় আগত ভক্তবৃন্দদের সাথে মতবিনিময় করেন। পরিদর্শনকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী জানান, শান্তিপূর্ণভাবে সম্পাদনের জন্য প্রতিদিনই বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করছেন তিনি। এখনো পর্যন্ত সুস্থ এবং শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রিযাজ উদ্দিন, ইউপি সদস্য পরজিত সরকার ইউপি সদস্যা রোজিনা আক্তার, গোবিন্দ সর্বজনীন শারদীয় পূজা কমিটির সভাপতি পশুপতি সরকার, দিলীপ সরকার প্রমুখ।