পাটকেলঘাটা প্রতিনিধি \ মহা বিজয় দশমীতে প্রতিমা বিসর্জন সমগ্র দেশব্যাপী হলেও ঐতিহ্যবাহী বাণিজ্য কেন্দ্র পাটকেলঘাটায় প্রতিমা বিসর্জন হয়নি। পাটকেলঘাটায় বুধবার সাপ্তাহিক হাটবার থাকায় বাজার ব্যবসায়ী সমিতি এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সিদ্ধান্তে প্রতিমা বিসর্জন দেওয়া হয়নি। এদিকে এ বিষয়ে সাতক্ষীরা জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু বলেন,বুধবার বাজারে হাটবার থাকায় প্রতিমা যাতায়াতের অসুবিধা হতে পারে এব নারী পুরুষের ব্যাপক একটা সমাগম ঘটে ধর্ম বর্ণ নির্বিশেষে কপোতাক্ষের দুতীরে চলে আনন্দ উৎসব। পাটকেলঘাটা থানার বিভিন্ন এলাকার গ্রাম থেকে প্রতিমা নিয়ে যাওয়ার জন্য কপোতাক্ষ তীরে নিয়ে যাওয়ার জন্য যাতায়াতের অসুবিধার কারণে এবং ব্যাপক সনাতন ধর্ম ও মুসলমান সহ বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন ধর্মের মানুষেরা এই প্রতিমা বিসর্জনের আনন্দ উপভোগ করে। বৃহস্পতিবার বিকালে কপোতাক্ষ নদীতে প্রতিমা বিসর্জন দেয়া হবে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ জানান, রাষ্ট্রীয় নীতিমালায় আমরা দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছি আমাদের দায়িত্ব পালনে অব্যাহত থাকবে।