শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:০৩ পূর্বাহ্ন

বুড়িগোয়ালিনী খোলপটুয়া নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

বিভাষ মন্ডল বুড়িগোয়ালিনী (শ্যামনগর) থেকেঃ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার বিজয়া দশমী উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী খোলপেটুয়া নদীতে দুর্গা প্রতিমা বিসর্জ্জন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দুর্গা প্রতিমা বিসর্জ্জনের লক্ষ্যে বুধবার বিকাল থেকে বুড়িগোয়ালিনী খোলপেটুয়া নদীতে নৌকায় করে দুর্গা প্রতিমা নিয়ে প্রদক্ষিণ করতে থাকে। পরবর্তীতে প্রদক্ষিণ শেষে নদীতেই প্রতিমা বিসর্জ্জন দিয়ে শান্তি জল নিয়ে সকলে বাড়ি ফেরেন। দুর্গা প্রতিমা বিসর্জ্জন উপলক্ষে হাজার হাজার মানুষ খোলপেটুয়া নদীর দুই পাড়ে ভীড় জমাতে থাকে এবাং কয়েক শত নৌকা, ট্রলার ও কার্গোতে করে দর্শনার্থীরা নদীতে আনন্দ উল­াস করেন। বিজয়া দশমীর নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে এসময় উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাঈদ-উজ-জামান, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ, বুড়িগোয়ালিনী নৌ-পুলিশ থানার ওসি খান শরিফুল ইসলাম, সাবেক চেয়ারম্যান ভবতোষ মন্ডল, প্যানের চেয়ারম্যান আব্দুল রউফ, মেম্বর মুকুন্দ পাইক, বিকাশ মন্ডল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com