শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৬:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আসাদুজ্জামানের সুমন আর নেই কালিগঞ্জে ইয়াবা মোটরসাইকেলসহ তিন জন আটক আশাশুনি এসএসসি ও সমমান পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ৯৯ আশাশুনিতে জেলা বিএনপির নেতৃবৃন্দের ভাঙন দূর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ^বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠিত খুলনায় মেট্রোপলিটন পুলিশের কল্যাণ সভা অনুষ্ঠিত খুলনায় যৌথ অভিযানে জুযা খেলার সরঞ্জাম নগদ টাকা সহ ৪ জন আটক পানির অভাবে কাশিমাড়ীর সিংহভাগ জমি ধান চাষ থেকে বঞ্চিত বিষ্ণুপুর কলা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত কালিগঞ্জের মুকুন্দপুর দারুস সুন্নাত মাদ্রাসায় ইছালে ছওয়াব ওয়াজ মাহফিল ও হিজবুল্লাহ সম্মেলন

সুরে, নৃত্যে ছন্দে বাসন্তী রং পোশাকে কয়রায় প্রথম বসন্তবরণ উৎযাপন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২

কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ রঙ লাগলে বনে বনে, ঢেউ জাগলে সমীরণে, আজ ভুবনের দুয়ার খোলা, দোল দিয়েছে বনের দোল আজ পহেলা ফাল্গুন। আগুন রাঙা বসন্ত আজ। প্রকৃতি আজি দখিন-দুয়ার খোলা এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো—।’ না, কবি গুরু রবীন্দনাথ ঠাকুরের ডাকে বসন্ত না আসলে আকটু বাড়িয়ে বললে দোষ কি! কবি সুভাস মুখোপাধ্যায়ের ভাষায়, ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত। আবহমান বাংলার প্রকৃতিতে আজ ফাল্গুনের ছোয়া, বকুল বৃক্ষের পাতার ফাঁক দিয়ে যেন উঁকি দিচ্ছে পূবের সূর্য। বলছে আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা কারা যে ডাকিল পিছে! বসন্ত এসে গেছে। মাঘের শীতকে বিদায় জানিয়ে বসন্তের আগমনে ফাল্গুনের ঝিরি ঝিরি হাওয়ার সাথে কোকিলের কুহতানে যেন মন ভরে যায়। কয়রাবাসীও তাদের নগর জীবনে ভিন্নরুপ দেখে উচ্ছাসিত হয়। প্রায় ৩ লাখ মানুষের শহরে যানজটের বাড়তি কষ্ট যেন আজ ফাগুনের আগুনে ছাই করে দিতে উপজেলা লেডিস ক্লাব আয়োজন করেছে বসন্ত বরণ উৎসব। সবাই সেজেছে বাসন্তী সাজে। শিশু কিশোররাও মনের আনন্দের সঙ্গে পোশাকে জড়িয়ে আছে বসন্তের রঙ, বিশেষ করে মেয়েদের সাজ সজ্জায় এ আবহটা অনেক বেশি। বাসন্তী রঙের শাড়ির সঙ্গে কেউ খোপায় গুজেছেন হলুদ গাঁদা কিংবা লাল গোলাপ। কারও বা কপালে টিপের সঙ্গে মাথায় ছিল নানা রকমের ফুলে জড়ানো টায়রা। ছেলেদের পাঞ্জাবি বা ফতুয়ায় ছিল সাদৃশ্যপূর্ণ রঙের আবহ। যেন হারিয়ে যেতে আজ নেই কো মানা। ফাগুনের প্রথম দিনে ঋতুরাজ বসন্তকে প্রকৃতি সেজেছে নতুন রুপে। কয়রায় সুন্দরবন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বকুলতলায় বসন্তকে বরণ করতে ছিল বর্ণিল আয়োজন। রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলা লেডিস ক্লাবের সভাপতি বিপামা বিশ^াসের সভাপতিত্বে আয়োজিত বসন্ত উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ^াস, সহকারি কমিশনার (ভুমি) এম সাইফুল­াহ ও সহধর্মীনী রওশনারা রিনা, প্রানী সম্পদ অফিসার ডাঃ মোস্তাইন বিল­াহ, কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ এইচ এম নজরুল ইসলাম, প্রধান শিক্ষক খায়রুল আলম, সুজিৎ কুমার রায়, জনস্বাস্থ্য প্রকৌশলী সুমন রায়, তথ্য অফিসের ইসকিতা আফরিন, মৌটুসি রায়, প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা, বৈজ্ঞানিক সহকারি জাহিদ হাসান, সাংবাদিক শাহজাহান সিরাজ প্রমুখ। বসন্ত বরণ উৎযাপন অনুষ্ঠান সুচিতে ছিল, কথন পর্ব, প্রীতি বন্ধনী বিনিময়, দলীয় সংগীত, আবৃত্তি, একক সংগীত পাঠ, কৌতুক, সাথে ছিল নয়নাভিরাম নৃত্য শিল্পীদের নৃত্য পরিবেশনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com