মোস্তাফিজুর রহমান, আশাশুনি থেকে \ আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের মহিষাডাঙ্গায় বাশিরাম স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মহিষাডাঙ্গা পুজা উদযাপন পরিষদ ও মহিষাডাঙ্গা বলাকা যুব সংঘের যৌথ আয়োজনে আশাশুনি ও তালা উপজেলার সিমানা বরাবর বয়ে যাওয়া বালুয়া নদীতে বুধবার বিকালে এ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সোনাবাধান, মহিষাডাঙ্গা, কুলপোতা, শাহাপুর, বারানগর, খাশারাবাদ, মেশেরডাঙ্গা নৌকা দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ এ নৌকা বাইচ প্রতিযোগিতায় সোনাবাধান ১ম ও কুলাপোতা নৌকা দল দ্বিতীয় স্থান অধিকার করেন। প্রভাষক হিরুলাল বিশ্বাস এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৌকা বাইচ প্রতিযোগিতা উপলব্ধি করেন জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকারের গর্বিত পিতা, অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার। এসময় বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আশাশুনি উপজলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, ইউপি চেয়ারম্যান ওমর সাকি ফেরদৌস পলাশ, এস এম হোসেনুজ্জান হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, আশাশুনি থানার সেকেন্ড অফিসার এস আই আবু হানিফ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মহিতুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এসএম সাহেব আলী, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিত কুমার বৌদ্য, মহিষাডাঙ্গা বলাকা যুব সংঘের সভাপতি নিমাই বিশ্বাস, সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস, নিরাপদ সরকার প্রমূখ। প্রতিবছরের ন্যায় এবার বিজয়া দশমী উপলক্ষে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে হাজার হাজার মানুষের ঢল চোখে পড়ার মত।