এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে\ শ্যামনগর উপজেলায় বিজয়া দশমীতে মা ভক্তরা অশ্র“সিক্ত নয়নে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গেশ নন্দিনী মা দুর্গাকে বিদায় জানিয়েছে। গতকাল ৫ অক্টোবর বুধবার মা ভক্তরা মায়ের পায়ের আশীর্বাদের সিঁদুর ভক্তদের কপালে মুখে লাগিয়ে মায়ের কাছে প্রার্থনা করতে দেখা যায়। দুপুরের পর থেকে প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য প্রত্যেক পূজা মণ্ডপ থেকে প্রতিমা বের করার কাজ শুরু হয়। মণ্ডপ থেকে প্রতিমা ভ্যান, মিনি ট্রাক ও অন্যান্য যানবাহনযোগে বিসর্জন স্থানে নিয়ে যাওয়া হয়। প্রতিবছরের ন্যায় এ বছরেও উপজেলার বিভিন্ন প্রতিমা, মন্ডপের পার্শ্ববর্তী বড় জলাশয়ে এবং বেশিরভাগ প্রতিমা ঐতিহ্যবাহী খোলপেটুয়া নদীতে নৌকা ও ট্রলার যোগে দূর্গাবাটি, ঝাঁপা, বড় কুপট, কামাল কাটি, নওয়াবেঁকী, বুড়িগোয়ালিনী, আড়পাংগাশিয়া, দুরমুজখালি সহ বিভিন্ন ইউনিয়নে অন্যান্য স্থানের প্রতিমা বিসর্জন করা হয়। প্রতিমা বিসর্জন বিষয়ে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডঃ কৃষ্ণপদ মন্ডল দৈনিক দৃষ্টিপাতকে জানান, সরকারি নির্দেশনা মেনে আনন্দঘন পরিবেশে জাঁকজমকপূর্ণভাবে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয়া দুর্গাপূজা পালিত হয়েছে। এবছর উপজেলায় ৬৯ টি পূজামণ্ডপে শারদীয় দূর্গা পূজা পালিত হয়েছে। এর মধ্যে ৫৩ টি পূজামণ্ডপের প্রতিমা কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিভিন্ন স্থানে বিসর্জন দেওয়া হয়েছে। বাকি ১৬ টি প্রতিমা আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার বিসর্জন দেওয়া হবে। সকলের সহযোগিতায় সুষ্ঠু ও সফলভাবে শারদীয়া দুর্গাপূজা উদযাপন এবং বিসর্জন করতে পারায় তিনি বর্তমান সরকার, সরকারি কর্মকর্তা, পুলিশ, বিজিবি, র্যাব, আনসার, গ্রাম পুলিশ সহ সকল বাহিনী সহ স্থানীয় জনপ্রতিনিধিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।