বিশেষ প্রতিনিধি \ আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের কচুয়ায় ইন্টার ফেইস মিটিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় কচুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মিটিং এর আয়োজন করা হয়। ইউনিয়ন সিটিজেন ভয়েস এন্ড এ্যাকশন (সিভিএ) ওয়ার্কিং গ্র“প এর আয়োজনে মিটিং এ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী। কুল্যা ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান এসএম ওমর ছাকী ফেরদৌস পলাশ এর সভাপতিত্বে মিটিং এ বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, বৃক্ষপ্রেমী গ্রাম ডাক্তার আনিছুর রহমান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সমতা প্রকল্পের প্রজেক্ট অফিসার হারুন অর রশীদ, এডমিন এন্ড ফাইন্যান্স অফিসার হুমায়ূন কবির, এডিআইএফ আক্তারুল ইসলাম, নব-নির্বাচিত মহিলা মেম্বর তাহেরা বিশ্বাস, বিউটি কবির, আরতী সরকার, ইউপি সদস্য নজরুল ইসলাম, উত্তম দাশ, আলমগীর হোসেন আঙ্গুর, আব্দুর রশীদ, বিশ্বনাথ সরকার, নব-নির্বাচিত ইউপি সদস্য আব্দুল কাদের সানা, বশির আহমেদ টুকু, কচুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি স ম খলিলুর রহমান, সমতা প্রকল্পের ইউনিয়ন ফ্যাসিলিটেটর শীউলী মন্ডল প্রমূখ। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সমতা প্রকল্পের সহযোগিতায় মিটিং এ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্যে নিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সমতা প্রকল্পের জেলা সমন্বয়কারী প্রতিভা বিকাশ সরকার। সিভিএ সদস্য আব্দুল জলিল এর সঞ্চালনায় এসময় বিভিন্ন দলের স্কোরকার্ড সেশন পরিচালনা করেন, সিভিএ সদস্য আনজুমান আরা শম্পা, ডাঃ আনিছুর রহমান, পবিত্র সরকার, খাদিজা বেগম, মশিউর রহমান ও আমেনা খাতুন। এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, সিভিএ ওয়ার্কিং গ্র“পের সদস্যবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।