শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন

মোংলা বন্দরে পৌঁছেছে বঙ্গবন্ধু রেল সেতুর ষষ্ঠ চালানের মালামাল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

এফএনএস: এবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেল সেতুর ষষ্ঠ চালানের মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ এম ভি হোসী ক্রাউন। গতকাল মঙ্গলবার দুপুর ২টা ৫০ মিনিটের দিকে বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়ে জাহাজটি। এর আগে গত সোমবার দুপুরে বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে পঞ্চম চালানের মেশিনারি পণ্য নিয়ে আসা জাহাজ এম ভি থর ফ্রেন্ড। বিদেশি জাহাজ এম ভি হোসী ক্রাউনের স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিম শিপ কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ (অপারেশন) মো. রফিকুল ইসলাম জানান, ভিয়েতনামের হাইপং বন্দর থেকে বঙ্গবন্ধু রেল সেতুর মেশিনারি পণ্য নিয়ে ছেড়ে আসা জাহাজ এম ভি হোসী ক্রাউন গতকাল মঙ্গলবার মোংলা বন্দর জেটিতে ভিড়েছে। এরপর কাস্টমস ও ইমিগ্রেশনসহ অন্যান্য কার্যক্রম শেষে বিকেল পৌনে ৪টার দিকে জাহাজ থেকে পণ্য খালাসের কাজ শুরু হয়েছে। এ জাহাজটিতে ৮৫ প্যাকেজে ২৫০ মেট্রিক টন ওজনের বিভিন্ন ধরনের মেশিনারি মালামাল এসেছে। এসব মালামাল খালাস করে বার্জে (নৌযান) রাখার পর তা সঙ্গে সঙ্গে নদীপথে পাঠানো হচ্ছে সিরাজগঞ্জের যমুনা নদীতে নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলসেতু স্থলে। তিনি আরও বলেন, এর আগে গত সোমবার বঙ্গবন্ধু রেল সেতুর পঞ্চম চালানের ১৬৮ প্যাকেজের ১৫৩৭ দশমিক ৭০০ মেট্রিক টন ওজনের মালামাল নিয়ে বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে পানামা পতাকাবাহী জাহাজ এম ভি থর ফ্রেন্ড।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com