এফএনএস: রাজধানীর কোতোয়ালির ইসলামপুর প্লাজার পাঁচতলার বারান্দা থেকে শওকত মাতবর (৪২) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরে একাধিক ধারালো আঘাতের চিহ্ন রয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন কোতোয়ালি থানাদীন বাবুবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফাহেয়াত উদ্দিন রক্তিম। তিনি জানান, নিহত শওকত মাতবর প্যাকেজিং ব্যবসায়ী। ১২ নম্বর ইসলামপুর প্লাজা ৫ তলায় তার ব্যবসার নিজস্ব একটি গোডাউন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আর্থিক লেনদেনের কারণে কর্মচারী জুয়েল তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। তার শরীরে ১৮টি ধারালো আছে চিহ্ন দেখা গেছে। বাবুবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরও জানান, প্যাকেজিং ব্যবসায়ী শওকত ওই গোডাউনেই থাকতেন। ধারণা করা হচ্ছে ভোরের দিকে তার কর্মচারী জুয়েল তাকে হত্যা করে। এ ঘটনায় জুয়েলকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে কর্মচারী জুয়েল হত্যাকান্ডের বিষয় স্বীকার করেছে। নিহত ওই মার্কেটে থাকলেও তার পরিবার ফরিদপুর ভাঙ্গা উপজেলার একটি এলাকায় থাকে। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।