বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জে উপজেলার নলতা শরীফে পীর আম্মার মাজার প্রাঙ্গণে ১১ অক্টোবর মঙ্গলবার বাদ মাগরিব হতে পাক রওজা শরীফের প্রয়াত শ্রদ্ধেয় খাদেম আলহাজ্জ মৌঃ আনছার উদ্দীন আহমেদসহ পীর জাদা ও পীর আম্মার স্মরণে মিলাদ শরীফ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে পাক রওজা শরীফের খাদেম আলহাজ্জ মোঃ আব্দুর রাজ্জাক’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, আলহাজ্জ ড. মোঃ খলিলউলাহ, আলহাজ্জ মোঃ রফিকুল ইসলাম (বাচ্চু), আলহাজ্জ মোঃ আলমগীর হোসেন, আলহাজ্জ শিক্ষক মোঃ আবুল ফজল। অনুষ্ঠানে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধরণ সম্পাদক আলহাজ্জ এনামুল হকসহ কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের মুসুলিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষপ্রান্তে সকল মুসলিম উম্মার রূহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন, নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্জ মাওঃ আবু সাঈদ।