স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা বিজিবির অভিযানে ১ কেজি ১৬০ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার সহ ১ চোরাকারবারীকে আটক করা হয়েছে। আটক সদরের বৈকারী খলিলনগর গ্রামের মৃত সলেমান মোলার পুত্র মোঃ জুলফিকার আলী (৪৪) বিজিবি সূত্রে জানাগেছে, গতকাল সকাল ৯টায় ২০ মিনিটে গোপন সংবাদের বিজিবির একটি টিম অভিযান চালিয়ে বৈকারী বাজার সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে ১০টি স্বর্ণের বার সহ একটি মটর সাইকেল সহ আসামীকে আটক করে। আটককৃতের মূল্য আনুমানিক ১ কোটি ৭৬ লক্ষ টাকা, আটককৃত আসামীর বিরুদ্ধে সদর থানায় মামলা পূর্বক স্বর্ণের বার ট্রেজারীতে জমা দেওয়া হয়েছে। সাতক্ষীরা ৩৩ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মাদ আল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।