স্টাফ রিপোর্টার ঃ পাঠকপ্রিয় দৈনিক দৃষ্টিপাতের একুশ বছর পূর্তি এবং বাইশ বছরে পদার্পনের শুভ মুহুর্তে দৃষ্টিপাত সম্পাদক ও প্রকাশক জিএম নূর ইসলাম সহ পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানান প্রাক্তন সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বর্তমানে ঝালকাঠি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন। এসময় তিনি দৃষ্টিপাতের জন্মদিনের শুভেচ্ছা ক্রেস্ট দেন। শুভেচ্ছা জানানো ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্যা, বার্তা সম্পাদক আদম শফিউলাহ, চীফ রিপোর্টার মাছুদুর জামান সুমন, স্টাফ রিপোর্টার মীর আবু বকর প্রমুখ। সাতক্ষীরার প্রাথমিকের শিক্ষার বাতিঘর খ্যাত প্রাক্তন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমীনকে দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম সহ পরিবারের সদস্যরা ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।