এফএনএস: বাগেরহাটের ফকিরহাটে জাহিদ মির (৪০) নামের এক মাছ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ছুড়েছেন সন্ত্রাসীরা। গতকাল শুক্রবার জুমার নামাজের পর ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের কাকডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় জাহিদ মিরকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত জাহিদ মীর কাকডাঙ্গা এলাকার শহীদ মোলার জামাই। তিনি পেশায় একজন মাছবিক্রেতা। তার বাড়ি খুলনা কয়রা এলাকায় বলে জানা গেছে। ফকিরহাট থানার ওসি মু. আলীমুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে পুলিশের একটি দল কাজ করছে।