শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন

ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধন করলেন সেনাপ্রধান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

এফএনএস: ষষ্ঠ আনোয়ার ইস্পাত-আনোয়ার সিমেন্ট ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট-২০২২ এর উদ্বোধন অনুষ্ঠান গতকাল শুক্রবার ঢাকা সেনানিবাসস্থ আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো এ তথ্য জানায়। এসময় উপস্থিত ছিলেন চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, এ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান ও এরিয়া কমান্ডার লজিস্টিকস্ এরিয়া মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম, আর্মি গলফ ক্লাবের সভাপতি মানোয়ার হোসেন, আনোয়ার গ্র“পের চেয়ারম্যান অব.) ব্রিগেডিয়ার জেনারেল শাহ-নুর জিলানী, আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী অফিসার (অব.) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী, আর্মি গলফ ক্লাবের পরিচালক (স্পোর্টস আ্যন্ড ফ্যাসিলিটিস) ও সদস্য সচিব লে. কর্নেল মো. গোলাম মন্জুর সিদ্দিকী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। আইএসপিআর জানায়, অ্যামেচার গলফারদের নিয়ে আয়োজিত পাঁচটি ক্যাটাগরিতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। বিভাগগুলো হলো- সিনিয়র, জুনিয়র, রেগুলার, লেডিস ও ভ্যাটারান। টুর্নামেন্টে ৭০০ জন গলফার অংশ নেবেন বলে আর্মি গলফ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়। এরমধ্যে বিদেশি খেলোয়াড়ও অংশ নেবেন। ১২ অক্টোবর থেকে শুরু হওয়া চারদিনব্যাপী এ টুর্নামেন্ট শনিবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com