বুধহাটা (আশাশুনি) প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পূজা মন্দিরের আহবায় কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পূজা মন্দিরে অনুষ্ঠিত সভা হয়। সভায় নওয়াপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পূজা মন্দিরের আহবায় কমিটি গঠন করা হয়। প্রভাষক সুমঙ্গল দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, উপজেলা পূজা উদযাপন কমিটি নেতা সাংবাদিক গোপাল মন্ডল, বুধহাটা সনাতন সমাজ সেবা সংঘের সভাপতি বিভাষ দেবনাথ, সহ-সভাপতি ভন্দ্রে নাথ সরকার, সাধারণ সম্পাদক অনরুদ্ধ মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় বিকাশ চন্দ্র বাছাড়কে আহবায়ক এবং বিকাশ দাশ, অসিত দাশ, সুদেব সানা, ইন্দ্রজিৎ বাছাড়, শংকর সানা, স্বন্দীপ দাশ, গোবিন্দ বিশ্বাস ও সুমল দাশকে সদস্য করেন এ কমিটি গঠন করা হয়। কমিটি আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।