আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের রাজাপুর আহলে হাদিস জামে মসজিদের নব গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ শেষে মসজিদের মধ্যে এ সভা অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সভাপতি শেখ জালাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল গাজীর সঞ্চালনায় এসময় সহ-সভাপতি আফসার খাঁ, যুগ্ম-সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, সদস্য আব্দুস সাত্তার শেখ, রেজাউল করিম, আব্দুর রহিম খাঁ, মনিরুল ইসলাম গাজী, জামিনুর গাজী, রমজান গাজি, শওকত মোলাসহ মসজিদের মুসলিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় মসজিদের দ্বিতীয় তলায় কাজসহ অন্যান্য উন্নয়ন মুলক কাজ গুলো দ্রুত সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।