বিশেষ প্রতিনিধি \ আগামী ১৭ অক্টোবর ২০২২ সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে আওয়ামী লীগ মনোনীত জেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম এর পক্ষে মতবিনিময় করলেন শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। গতকাল ১৪ অক্টোবর শুক্রবার বিকাল ৫ টায় জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য ও সুশীল সমাজের নেত্রীবৃন্দের উপস্থিতিতে নুরনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ খলিলুর রহমান এর সভাপতিত্বে এবং স্ব স্ব ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। এসময় তিনি বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ পরিচালনায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে অবিরাম গতিতে। বাংলাদেশ স্বাধীন হয়েছিল বঙ্গবন্ধুর হাত ধরে, আর বঙ্গবন্ধুর কন্যার দক্ষ পরিচালনায় দেশে লেগেছে উন্নয়নের ছোঁয়া। পদ্মাসেতু, রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, বঙ্গবন্ধু ট্যানেল, পায়রাবন্দর, মেট্রো রেল সহ বিভিন্ন মেগা প্রকল্প গুলো বাস্তবায়ন হলে বাংলাদেশ হবে উপমহাদেশের সেরা দেশ। বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলামকে নির্বাচিত করতে মোটরসাইকেল প্রতীকে সকলকে ভোট দেওয়ার আহবান জানান এবং সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। এ সময় বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা আ’লীগের সভাপতি জেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতিকের শ্যামনগর উপজেলা সমন্বয়কারী শেখ আব্দুর রশিদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ জিএম শোকর আলী প্রমুখ।