বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহিদুল ইসলাম (৪০) নামে এক ভাটা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার তার গ্রামের বাড়িতে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। জানাগেছে, বিদ্যুৎপৃষ্টের ঘটনাটি বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ১০ টার দিকে রাঙ্গামাটি জেলার এম আর সি ইট ভাটায় ঘটেছে। নিহত ভাটা শ্রমিক শহিদুল ইসলাম কালিগঞ্জ উপজেলার নীলকন্ঠপুর গ্রামের শামসুর মোড়লের ছেলে।পরিবারের সদস্যরা জানান, ইট ভাটায় আর্তিং তারের সাথে বিদ্যুতের তার লেগে যায়। এসময় কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে তার সহকর্মী শ্রমিকেরা সেখান থেকে তাকে বাড়ী নিয়ে আসে। শহিদুলের মৃত্যুতে মৃত্যুতে পরিবারসহ আত্মীয়-স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসেছে।