মাছুদুর জামান সুমন \ আসন্ন সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহনকারী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেলা নির্বাচন অফিসের আয়োজনে উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, সঞ্চালনায় ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা ফরাজী বেনজির আহমেদ। নির্বাচনের দায়িত্ব পালন কারীরা সততা ও পবিত্রতার সাথে দায়িত্ব পালন করবেন এবং নিরপেক্ষতার সামান্যতম ঘাটতি থাকবে না বলে বক্তব্যে বলেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। নির্বাচনে কোন ধরনের অনিয়ম প্রশ্রয় দেওয়া হবে না। সততা, নিরপেক্ষতা এবং সব ধরনের ভয়ভীতির উর্দ্ধে থেকে দায়িত্ব পালনের আহবান জানান। উলেখ্য আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।