বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সুফিয়া খাতুন (৬৮) ১৫ অক্টোবর শনিবার বেলা দেড়টায় কালিগঞ্জ উপজেলার পাঁচ নম্বর কুশুলিয়া ইউনিয়নের বাজার গ্রাম রহিমপুর নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিলাহি —— রাজিউন)। তিনি দীর্ঘদিন বার্ধক্য জনিত কারণে অসুস্থ হয়ে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, ২ কন্যা , ১ পুত্রসহ অসখ্য গুণগ্রাহী রেখে গেছেন। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সুফিয়া খাতুন এর মৃত্যুতে এলাকায় শোকের ছায়ার নেমে এসেছে। এছাড়াও গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়, সহকারি প্রধান শিক্ষক খান আবুল বাশার সহ বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারীরা।