বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনী জাবাখালী বাজার বায়তুল ফালহ্ াজামে মসজিদ উন্নয়নকল্পে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৫ অক্টোবর শনিবার জোহর নামাজ বাদ অত্র মসজিদ কমিটি ও এলাকাবাসীর আয়োজনে মসজিদ প্রাঙ্গনে বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মুসলীবৃন্দের উপস্থিতিতে অত্র মসজিদের সভাপতি ব্যবসায়ী মোঃ আব্দুল আলীম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ্জ-জামান সাইদ, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, গুমানতলী ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মুহাদ্দিস খাইরুল বাশার, শ্যামনগর কেন্দ্রীয় ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ ওজায়েরুল ইসলাম, বিড়ালক্ষী মহিলা দাখিল মাদ্রাসা সুপার মাওঃ একরামুল কবির, অত্র মসজিদের পেশ ইমাম মাওঃ হাবিবুর রহমান প্রমুখ। সভায় বক্তার মসজিদের উন্নয়নকল্পে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন এবং এলাকার বিত্তশালীদের সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রীফলকাটি দাখিল মাদ্রাসার সুপার মাওঃ হারুনুর রশিদ।