বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার ভূরুলিয়ায় আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে ২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। “আমরা শক্তি আমরা বল, মাদক ছেড়ে খেলা ধর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ১৫ অক্টোবর শনিবার বিকাল ৪টায় ভূরুলিয়ায় ইউনিয়ন পরিষদের আয়োজনে নাগবাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়া প্রেমী হাজার হাজার দর্শক শ্রোতাবৃন্দের উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য আশরাফুল আলম একাদশ টাইব্রেকারে ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য মাহাবুবুর রহমান মাফু একাদশকে ৪-২ গোলে পরাজিত করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয় নুরুজ্জামান সরদার ও ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হয় নুরুজ্জামান বাদশা। উক্ত খেলায় ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম জাফরুল আলম বাবু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলাটি শুভ উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। খেলায় সমাপনী অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে বিজয়ী দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাঈদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, ইউনিয়ন আ’লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর আলম লাভলু, সাধারণ সম্পাদক জাকির সানা সহ ইউপি সদস্য ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলাটি রেফারী হিসেবে পরিচালনা করেন শেখ তৈয়েবুর রহমান বাবলু, শিক্ষক মোঃ আব্দুল হামিদ, মোঃ সোহাগ হোসেন মোজাফফার।