কালিগঞ্জ প্রতিনিধি\ কালিগঞ্জে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী হয়েছে। গতকাল বিকেলে সাদপুর ফুটবল মাঠে পিডিকে মিতালী সংঘ ও সাতক্ষীরা বিসমিলাহ জুয়েলার্স ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। সাদপুর ক্রীড়া সাংস্থার আয়োজনে খেলায় নির্ধারিত সময়ে পিডিকে মিতালী সংঘ ৪-০ গোলে সাতক্ষীরা বিসমিলাহ জুয়েলার্স ফুটবল একাদশকে হারিয়ে ফাইনালে যোগ্যতা অর্জন করে। খেলাটি পরিচালনা করেন ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু। শুরুতে খেলাটি উদ্বোধন করেন ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম। খেলায় প্রচুর দর্শকের সমাগম ঘটে। টুর্নামেন্টের দ্বিতীয় খেলা আগামি মঙ্গলবার বিকেলে একই মাঠে শ্যামনগরের ঈশ্বরীপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম দেবহাটা সবুজ চেয়ারম্যান ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হবে।