স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় পৈত্রিক সম্পত্তিতে জোর পূর্বক পাকা টয়লেট স্থাপনে চেষ্টা বাধা দেওয়ায় মারপিট করে ২ জন কে জখম করা হয়েছে। ঘটনাটি গত শুক্রবার দুপুরে সদরের ফিংড়ী গোবিন্দপুর এলাকায় ঘটে। আহতরা হলেন গোবিন্দপুর গ্রামের ভূবন চন্দ্র সরকারের পুত্র কলেজ শিক্ষক শিবপদ সরকার, হরিপদ সরকারের পুত্র গৌতম সরকার সদর হাসপাতালে চিকিৎসাধীন। শিক্ষক শিবপদ দৈনিক দৃষ্টিপাতকে জানান, জমি জায়গা নিয়ে স্থানীয় আব্দুল হামিদ গংদের সাথে দীর্ঘ দিন বিরোধ চলছে। আমার পিতার নামীয় সম্পত্তির উপর শান্তিপূর্ণ ভাবে ভোগদখল করে আসছি। হটাৎ শুক্রবার দুপুরে আব্দুল হামিদ গংয়ের নেতৃত্বে ১০/১৫ জন আকস্মিক আমাদের সম্পত্তিতে প্রবেশ করে জোর পূর্বক পাঁকা ল্যাট্টিন স্থাপনের চেষ্টা করে। আরো বলেন, খবর পেয়ে তিনি সহ ভাইরা তাদের কাজে বাধা সৃষ্টি করি। তখন তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র আঘাতে আমরা দুজন গুরুতর জখম হয়। স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে নিয়ে ফিংড়ি ইউনিয়ন পরিষদ ও থানায় একাধিকবার বসাবসি করা হলেও তারা আসে না। জোর পূর্বক জমি দখলের চেষ্টা করে। শিক্ষক শিবপদ আরো বলেন আমাদের জমি জোর পূর্বক এরা দখলের চেষ্টা করছে। আবার আমাদের বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য তারা চিকিৎসকের কাছে গিয়ে মারপিটের সার্টিফিকেট নেওয়ার চেষ্টা করছে। এমনকি তারা আমাদের বিরুদ্ধে একটি পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে। যাহা সঠিক নয় এটি মিথ্যা ও ভিত্তিহীন।