স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ মোঃ হুসাইন শাফায়াতের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। সদর হাসপাতালে উদ্যোগে গতকাল সকাল ১০টায় সদর হাসপাতালে তত্ত¡াবধায়কে কক্ষে সিভিল সার্জন ডাঃ মোঃ হুসাইন শাফায়াতের হাতে সংবর্ধনা প্রদান করেন হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফয়সাল আহাম্মেদ, এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর হাসপাতালে মেডিসিন কনসালটেন্ট ডাঃ মোঃ আসাদুজ্জামান, অর্থোপেডিক্স সার্জন ডাঃ মোঃ হাফিজুল্লাহ, ডাঃ অভিজিৎ রায় ডাঃ পার্থ কুমার ডাঃ সাইফুল আলম, নার্সিং সুপারভাইজার শেফালী সরকার, আর প্রধান সরকারি মাসুম বিল্লাহ, সহকারী মনিরুল ইসলাম। পরে পর্যায়ক্রমে হাসপাতালে সকল বিভাগ থেকে সিভিল সার্জনকে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় হাসপাতালের সকল বিভাগের চিকিৎসক কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।