নগরঘাটা প্রতিনিধি \ তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের সিরাজুল ইসলামের ছেলে শাহিনুর রহমানের মৎস্যঘেরে গ্যাস ট্যাবলেট দিয়ে প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের মাছ মেরে দিয়েছে অজ্ঞাতরা। গত রবিবার ভোর রাতে এ ঘটনা ঘটিয়েছে বলে ধরণা করা হচ্ছে। ঘের মালিক শাহিন জানান, পূর্ব শত্রুতার জের ধরে এমন ক্ষতি করে থাকতে পারে অজ্ঞাতরা। এঘটনায় পাটকেলঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরঘাটার ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু বলেন, জীব হত্যা মহা পাপ, মানুষে মানুষে শত্রুতা থাকতেই পারে তাই বলে মাছ হত্যা করা বিকৃত মস্তিস্ক মানুষের কাজ। ঘটনাটি শোনার পর আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত শাহিনকে আইনের দ্বারস্থ হুয়ার পরামর্শ দিয়েছি। এ ঘটনায় পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোষীদের খুজে বের করে আইনের আওতায় আনা হবে জানানো হয়।