স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৫০৬ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বার ১টি মোটর সাইকেল সহ ১ জন চোরাকারবারীকে আটক করা হয়েছে। আটককৃত হল কলারোয়া থানার গ্যাড়াখালী গ্রামের মৃত সাজেদুল ইসলামের পুত্র মোঃ শামিমুল ইসলাম (৪০)। বিজিবি সূত্রে জানাগেছে, গতকাল দুপুরে বিজিবি একটি দল সদর থানাধীন বিনেরপোতা নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে। আটককৃত আসামীকে সদর থানায় মামলা পূর্বক হস্তান্তর করা হয়েছে। সাতক্ষীরায় ৩৩ বিজিবি পিআরও স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য নিশ্চিত করেছেন।