মাছুদুর জামান সুমন \ সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন জেলা পরিষদ নির্বাচন অবাধ ও সুষ্ঠ ভাবে সম্পন্ন করার সর্বাত্মক দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনে যারা বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করবে তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করা হবে। একই সাথে নির্বাচনী আচরন বিধি মেনে সুষ্ঠভাবে নির্বাচন পরিচালনা ও সম্পন্ন করার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে গতকাল পুলিশ সুপারের কার্যালয়ে কনফারেন্স রুমে অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে আইন শৃংখলা রক্ষার্থে গৃহীত নিরাপত্তামূলক সভায় তিনি নীতি নির্ধারনি বক্তব্যে উপরক্ত কথা বলেন। সাতক্ষীরা পুলিশ সুপার সভায় উপস্থিত পুলিশের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তাদের উদ্দেশ্যে আরও বলেন, জেলা পরিষদ নির্বাচনে ডিউটিতে মোতায়েনকৃত সকল পুলিশ সদস্যদেরকে সঠিকভাবে দায়িত্ব পালনের দিক নির্দেশনা প্রদান করেন। নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তি সময়ে যে কোন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার কথা বলেন। নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃংখলা পরিস্থিতির অবনতি না ঘটে এবং স্বাভাবিক থাকবে সে লক্ষে সকল পুলিশ সদস্যকে সতর্ক থাকার আহবান জানান। উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, সহকারী পুলিশ সুপার দেবহাটা সার্কেল এসএম জামিল আহমেদ, সহকারী পুলিশ সুপার তালা সার্কেল মোঃ সাজ্জাত হোসেন সহ সকল থানার অফিসার ইনচার্জগন।