এফএনএস স্পোর্টস: সিনিয়ররা নিকট অতীতে পাকিস্তান সফর করলেও যুবাদের সেই অভিজ্ঞতা বেশ পুরনো। সর্বশেষ ২০০৭ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল পাকিস্তান সফর করেছিল। ১৫ বছর পর আবার সেখানে খেলতে যাচ্ছে যুবারা। এবারের সফরে ৫টি ওয়ানডে ও একটি চারদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সফরের সূচি প্রকাশ করেছে। সূচি অনুযায়ী বাংলাদেশ ১ নভেম্বর পাকিস্তানের মাটিতে পা রাখবে। সফরের ৬টি ম্যাচই অনুষ্ঠিত হবে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। ৪ নভেম্বর চার দিনের ম্যাচ দিয়ে শুরু সফরের আনুষ্ঠানিকতা। তার পর ১০ থেকে ১৮ নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে ৪৫ ওভারের ওয়ানডে ম্যাচ। সর্বশেষ সফরে ৪ দিনের ম্যাচটি ড্র হয়েছিল। তবে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজটি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল জেতে ৩-২ ব্যবধানে। সেবার ওয়ানডে অনুষ্ঠিত হয়েছিল ৫০ ওভারের। এই বছর পাকিস্তান সফর করা প্রথম জুনিয়র টিমও বাংলাদেশ। সূচি: ১ নভেম্বর: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের আগমন। ৪-৭ নভেম্বর: চার দিনের ম্যাচ। ১০ নভেম্বর: প্রথম ওয়ানডে। ১২ নভেম্বর: দ্বিতীয় ওয়ানডে। ১৪ নভেম্বর: তৃতীয় ওয়ানডে। ১৬ নভেম্বর: চতুর্থ ওয়ানডে। ১৮ নভেম্বর: পঞ্চম ওয়ানডে। ১৯ নভেম্বর: বাংলাদেশ পাকিস্তান ছেড়ে যাবে।