রবিবার, ১১ মে ২০২৫, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাকিস্তানে এবার সাইবার হামলার তৎপরতা, প্রথম পদক্ষেপে ব্যর্থ ভারতীয় হ্যাকাররা ভারত-পাকিস্তানকে সংযমী হওয়ার আহŸান চীনের গাজার বাসিন্দাদের কাছে অবিলম্বে মানবিক সহায়তা পৌঁছাতে হবে : রেড ক্রস ২০২৭ সালের মধ্যে রুশ গ্যাস আমদানি বন্ধের প্রস্তাব ইইউ’র আজ মস্কোতে পুতিন-শি বৈঠক, আলোচনা হবে ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্র নিয়ে রাশিয়ার ঐতিহাসিক বিজয় দিবস প্যারেডে থাকবেন শি ও লুলাসহ ২৯ বিদেশি নেতা গাজায় ইসরাইলের অভিযানের বিরোধিতা চীনের রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে ফাইনালে ইন্টার যুদ্ধের প্রভাবে অনিশ্চিত বাংলাদেশের দুই গুরুত্বপূর্ণ সিরিজ পাকিস্তানে নিরাপদেই আছেন নাহিদ-রিশাদ

অবশেষে পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ যুব দল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

এফএনএস স্পোর্টস: সিনিয়ররা নিকট অতীতে পাকিস্তান সফর করলেও যুবাদের সেই অভিজ্ঞতা বেশ পুরনো। সর্বশেষ ২০০৭ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল পাকিস্তান সফর করেছিল। ১৫ বছর পর আবার সেখানে খেলতে যাচ্ছে যুবারা। এবারের সফরে ৫টি ওয়ানডে ও একটি চারদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সফরের সূচি প্রকাশ করেছে। সূচি অনুযায়ী বাংলাদেশ ১ নভেম্বর পাকিস্তানের মাটিতে পা রাখবে। সফরের ৬টি ম্যাচই অনুষ্ঠিত হবে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। ৪ নভেম্বর চার দিনের ম্যাচ দিয়ে শুরু সফরের আনুষ্ঠানিকতা। তার পর ১০ থেকে ১৮ নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে ৪৫ ওভারের ওয়ানডে ম্যাচ। সর্বশেষ সফরে ৪ দিনের ম্যাচটি ড্র হয়েছিল। তবে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজটি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল জেতে ৩-২ ব্যবধানে। সেবার ওয়ানডে অনুষ্ঠিত হয়েছিল ৫০ ওভারের। এই বছর পাকিস্তান সফর করা প্রথম জুনিয়র টিমও বাংলাদেশ। সূচি: ১ নভেম্বর: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের আগমন। ৪-৭ নভেম্বর: চার দিনের ম্যাচ। ১০ নভেম্বর: প্রথম ওয়ানডে। ১২ নভেম্বর: দ্বিতীয় ওয়ানডে। ১৪ নভেম্বর: তৃতীয় ওয়ানডে। ১৬ নভেম্বর: চতুর্থ ওয়ানডে। ১৮ নভেম্বর: পঞ্চম ওয়ানডে। ১৯ নভেম্বর: বাংলাদেশ পাকিস্তান ছেড়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com