কালিগঞ্জ ব্যুরো ঃ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ সকাল সাড়ে ৯টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হবে। সকাল ৯টায় ১৫ মিনিটে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। সকাল ১০টায় কেন্দ্রীয় ভাবে আয়োজিত শেখ রাসেল দিবসে আলোচনা সভা মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন সরাসরি লাইভ প্রোগ্রাম ও শেখ রাসেল পদক প্রদান পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কালীগঞ্জ উপজেলার ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠান শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর মধ্য থেকে শেখ রাসেল ডিজিটাল ল্যাব তিনটি শিক্ষা প্রতিষ্ঠান কে পুরস্কার প্রদান করা হবে।