এফএনএস: যশোরের বেনাপোল রেল স্টেশন থেকে অনিক কুমার বিশ্বাস (৩০) নামে এক যুবককে সোনার ১০টি বারসহ গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। অনিক কুমার মুন্সীগঞ্জ জেলার সিরাজদি খান বিক্রমপুর এলাকার মৃত বিমলেনদু বিশ্বাসের ছেলে। যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, ঢাকা-বেনাপোল গামী এক্সপ্রেস ট্রেনে বিপুল পরিমাণ সোনার চালান ভারতে যাচ্ছে বলে গোপনে খবর পাওয়া যায়। এরপর বিজিবি সদস্যরা ওই ট্রেনে অভিযান চালিয়ে অনিককে আটক করেন। পরে তার জুতার মধ্যে তলাশি করে সোনার ১০টি বার জব্দ করা হয়। এগুলোর মোট ওজন এক কেজি ১৬৫ গ্রাম। দাম আনুমানিক ৯৩ লাখ ২০ হাজার টাকা। তিনি আরও জানান, অনিক কুমারের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।