মীর আবু বকর \ সাতক্ষীরার নবাগত সিভিল সার্জন ডাঃ মোঃ সবিজুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন সদর উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ ফারহাদ জামিল। গতকাল সকাল ১০টায় সদর উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ফারহাদ জামিলের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা সিভিল সার্জনের অফিস কক্ষে সিভিল সার্জন ডাঃ সবিজুর রহমানের সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় তিনি বলেন, কমিউনিটি ক্লিনিকের সেবার মান বৃদ্ধি করতে হবে। জনগণ যেন কমিউনিটি ক্লিনিকের সেবা থেকে বঞ্চিত না হয়। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বাস্থ্য সেবা জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেছিল। নিয়মিত কমিউনিটি ক্লিনিক পরিদর্শনের পাশাপাশি ভ্যাকসিন কার্যক্রম নজর রাখতে হবে। সাতক্ষীরায় ১১ বছর বয়সে সকল শিশু যেন ভ্যাকসিনের আওতাভুক্ত হন। পরে উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা সিভিল সার্জনকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সেনেটারী ইন্সপেক্টর মোঃ আবুল কাশেম, স্বাস্থ্য পরিদর্শক জিয়াউল হক শিকারি, পরিসংখ্যানবিদ সাব্বির সালেহীন,সরকারি স্বাস্থ্য পরিদর্শক মোঃ মোশারফ হোসেন, এসএম নুর ইসলাম, মোঃ শামীম হোসেন প্রধান সহকারি মাকসুদুল হক সহ স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা কর্মচারী।