মাছুদুর জামান সুমন \ সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হলেন জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আলহাজ্ব মো: নজরুল ইসলাম। সুষ্ঠ, শান্তিপূর্ণ নির্বাচনে তিনি পেয়েছেন ১০৫৫ ভোটের মধ্যে (মোটর সাইকেল প্রতিক) ৬০৮ এবং নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী খলিলুলাহ ঝড়– চিংড়ী মাছ প্রতিক ৪৪৭ ভোট। সাতক্ষীরা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, (সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচন) মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত বেসরকারি প্রাথমিক ফলাফলে উপরোক্ত বেসরকারি প্রাথমিক ফলাফল ঘোষনা করা হয়েছে। সদস্য পদে বেসরকারি প্রাথমিক ফলাফল অনুযায়ী বিজয়ী সদস্যরা হলেন ০১ নং ওয়ার্ড ইন্দ্রজিৎ দাশ (বৈদ্যুতিক পাখা) প্রাপ্ত ভোট ১২৩, নিকটতম প্রতিদ্বন্দি মীর জাকির হোসেন (টিউবওয়েল) প্রাপ্ত ভোট ৩৫, ০২ নং ওয়ার্ড শেখ আমজাদ হোসেন (টিউবওয়েল) প্রাপ্ত ভোট ৭৭, নিকটতম প্রতিদ্বন্দি মতিয়ার রহমান গাজী (অটোরিক্সা) প্রাপ্ত ভোট ৪৪, ০৩ নং ওয়ার্ড সৈয়দ আমিনুর রহমান (অটোরিক্সা) প্রাপ্ত ভোট ১২৮, নিকটতম প্রতিদ্বন্দি গোলাম মোস্তফা (তালা) প্রাপ্ত ভোট ৩০, ০৪ নং ওয়ার্ড মোঃ নজরুল ইসলাম (তালা) প্রাপ্ত ভোট ৮৪, নিকটতম প্রতিদ্বন্দি মোঃ আল ফেরদৌস (হাতি) প্রাপ্ত ভোট ৬১, ০৫ নং ওয়ার্ড শেখ ফিরোজ কবির (টিউবওয়েল) প্রাপ্ত ভোট ১১৫, নিকটতম প্রতিদ্বন্দি মোঃ ফজলুল হক (বৈদ্যুতিক পাখা) প্রাপ্ত ভোট ২৪, ০৬ নং ওয়ার্ড মোঃ আব্দুল হাকিম (তালা) প্রাপ্ত ভোট ৬৩, নিকটতম প্রতিদ্বন্দি মোঃ মহিতুর রহমান (হাতি) প্রাপ্ত ভোট ৪৫, ০৭ নং ওয়ার্ড মোঃ গোলাম মোস্তফা (হাতি) প্রাপ্ত ভোট ৬৫, নিকটতম প্রতিদ্বন্দি মাকছুদুর রহমান (টিউবওয়েল) প্রাপ্ত ভোট ৬১। সংরক্ষিত আসনের বিজয়ী মহিলা সদস্যরা হলেন ঃ- ০১ নং আসনে মাহফুজা সুলতানা (দোয়াত কলম) প্রাপ্ত ভোট ২০৫, নিকটতম প্রতিদ্বন্দি রোকেয়া মোসলেম উদ্দীন (ফুটবল) প্রাপ্ত ভোট ১৫১, ০২ নং আসন শাহনওয়াজ পারভীন (মাইক) প্রাপ্ত ভোট ১৪৭, নিকটতম প্রতিদ্বন্দি নাজমুননাহার মুন্নি (বই) প্রাপ্ত ভোট ১১৭, ০৩ নং ওয়ার্ড শিল্পী রানী মহালদার (ফুটবল) প্রাপ্তভোট ১৫৩, নিকটতম প্রতিদ্বন্দি রোজিনা পারভীন (দোয়াত কলম) প্রাপ্ত ভোট ৯৮। কঠোর নিরাপত্তা সেই সাথে উৎসবমুখর পরিবেশে সকাল নয়টা হতে দুপুর দুইটা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ইভিএমে ভোট গ্রহন এর পূর্বে কেন্দ্রে কোন ভোটারকে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে দেওয়া হইনি। এই প্রতিনিধি সরেজমিন কেন্দ্রগুলো পরিদর্শন করে বারটি কেন্দ্রে এমন নিরাপত্তা মূলক পরিবেশ প্রত্যক্ষ করেছেন। প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপস্থিত থেকে ভোট নির্বিঘœ করেন, ম্যাজিষ্ট্রেটের পাশাপাশি স্ব স্ব থানার অফিসার ইনচার্জ পুলিশ নিয়ে দায়িত্বপালন করেন। র্যাবের ভ্রাম্যমান টিম বারটি কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করনে অবস্থান নেয়। দুপুর আড়াইটার পর থেকে বিভিন্ন কেন্দ্রের ফলাফল আসতে থাকে। সাতক্ষীরা সদর কেন্দ্রে আলহাজ্ব নজরুল ইসলাম (মোটর সাইকেল) প্রতিক পেয়েছে ১১৬ ভোট, খলিলুলাহ ঝড়– (চিংড়ী মাছ) পেয়েছে ৮০ ভোট, কলারোয়ায় মোটরসাইকেল ৯৪, চিংড়ী মাছ ৭৮, তালায় মোটরসাইকেল ১০৫ ভোট, চিংড়ী মাছ পেয়েছে ৫৮ ভোট, আশাশুনি মোটরসাইকেল পেয়েছে ৮৮ ভোট, চিংড়ী মাছ ৫৮ ভোট, দেবহাটায় মোটরসাইকেল পেয়েছে ১৮ ভোট, চিংড়ী মাছ ৫৮ ভোট, কালিগঞ্জে মোটর সাইকেল পেয়েছে ৯৬ ভোট, চিংড়ী মাছ ৬৩ ভোট, শ্যামনগরে মোটরসাইকেল পেয়েছে ৯১ ভোট, চিংড়ী মাছ পেয়েছে ৬৪ ভোট। বিকালে বেসরকারি ভাবে নির্বাচনী ফলাফল ঘোষিত হওয়ার পর পরই জয়ী প্রার্থীর সমর্থকরা ফুলেল শুভেচ্ছা জানাতে থাকে। বারটি কেন্দ্রের কোথাও কোন ধরনের বিশৃংখলা, অনিয়ম ছিল অনুপস্থিত, অত্যন্ত ভাল পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোটারপ্রার্থী সহ জনসাধারনের মাঝে বিশেষ সন্তুষ্টি দেখা যায়।