বড়দল (আশাশুনি) প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে এক রাতই এক গোয়ালের ৫টি গরু চুরির ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতের কোন এক সময়ে ফকরাবাদ গ্রামের মৃত দবীর উদ্দীন গাইনের ছেলে মুক্তিযোদ্ধা আব্দুর রহিম গাইন ওরফে আবদার এর বাড়ির প্রাচীরের ভিতরের গোয়াল ঘর থেকে এ গরু চুরির ঘটনা ঘটে। গরুর মালিক আব্দুর রহিম প্রতিবেদকে জানান, সোমবার গভীর রাতে সম্ভবত বসত বাড়ির প্রাচীরের পাশের গাছ বেয়ে ভিতরে প্রবেশ করে গোয়ালের পাশে লুকিয়ে রাখা বাড়ির গেটের চাবি নিয়ে গেট খুলে ভিতরে প্রবেশ করে গোয়াল ঘর থেকে ২টি এঁড়ে ৩টি গাভী ও ১টি ছোট বাচ্চা সব মিলিয়ে ৬টি গরু নিয়ে চলে যায়। কোন কারণ বশত রাস্তায় ছোট বাচ্চা গরুটি রেখে চোর চক্রটি বাকি ৫টি গরু নিয়ে চলে যায়। চুরি হয়ে যাওয়া ৫টি গরুর আনুমানিক বাজার মুল্য সাড়ে ৩লক্ষ টাকা। মঙ্গলবার সকালে আশাশুনি থানা পুলিশের একটি টিম ঘটনাস্থান পরিদর্শন করেন। মুক্তিযোদ্ধা আব্দুর রহিম গাইন বাদি হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।