আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভূক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ানুর রহমান। ‘নাগরিক উদ্যোগ’ এর বিভাগীয় সমন্বয়ক রাহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল গনী, সাংবাদিক জি এমন মুজিবুর রহমান, আহসান হাবীব, এস কে হাসান, মোস্তাফিজুর রহমান, আকাশ হোসেন, বিএম আলাউদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় প্রতিনিধি আরিফুর রহমান, সমাজ সেবা কার্যালয় প্রতিনিধি মৃণাল কান্তি, নাগরিক উদ্যোগের জেলা ভলেন্টিয়ার দোলাল দাস, পলাশ দাস, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পক্ষে সাধনা সরকার, উত্তম মিত্র, উপজেলা এডভোকেন্সি নেটওয়ার্কের পক্ষে মাছুম বিলাহ ও উজ্জল সরকার প্রমূখ বক্তব্য রাখেন। সভায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশ উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সদস্যরা উপস্থিত ছিলেন।