কালিগঞ্জ প্রতিনিধি ঃ কালিগঞ্জ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা কে বরন ও বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে গতকাল বিকাল ৩টায় কালিগঞ্জ প্রেসক্লাবের কনফারেন্স রুমে প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা। কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র পরিচালনায় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন উপজেলা লেডিস ক্লাবের সভানেত্রী সামিরা খন্দকার, কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহ সভাপতি বাবলা আহমেদ, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উলাহ বাচ্ছু, নির্বাহী সদস্য এস এম গোলাম ফারুক ও প্রভাসক সেলিম শাহারিয়ার।