কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে দীর্ঘ ৫০ বছরের চলাচলের পারিবারিক রাস্তা বন্দ করে দেওয়ার অভিযোগ উঠেছে মফেজ উদ্দিন সরদারের পুত্র ইকবল সরদারের বিরুদ্ধে। ভুক্তভোগী মোঃ আইয়ুব আলী সরদারের পুত্র রিয়াসাদ আলী দৃষ্টিপাত কে জানান তারা পূর্ব পুরুষ থেকে ইকবল সরদারদের রাস্তা দিয়ে তাদের প্রতিবেশীদের বাড়ি সহ পাশ্ববর্তী জমিজমাতে আসা যাওয়া করতেন। হঠাৎ গত ১৬ অক্টোবর সকাল ৮টায় ইকবল সরদারের নেতৃত্বে সিদ্দিক, সৈয়দ আলী, জালাল সাইফুল, সহ বেশ কয়েক জন মিলিত হয়ে দীর্ঘ দিনের চলাচলের রাস্তাটি বন্ধ করে দেয়। যার ফলে তাদের পাশ্ববর্তী মুরগীর খামার সহ প্রতিবেশীদের বাড়িতে যাতয়াতে করতে বিপাকে পড়তে হচ্ছে। সরজমিনে দেখা যায়, আইয়ুব আলী সরদারের ১০ শতাশং জমি রয়েছে যার ৪ দিকে মফেজ উদ্দিন, ইকবল সরদার গংদের জমি, ইতিমধ্যে যেখানে আইয়ুব আলী সরদার মুরগী পালনের জন্য একটি ঘর নির্মাণ করে মুরগী পালছে। মুরগীর খামারটিতে যাতয়াতের জন্য ইকবাল গংদের সাম্প্রতিক বন্ধ করা এই রাস্তাটিই ব্যবহার করত খামারী আইয়ুব আলী। রাস্তাটি বন্ধ করে দেওয়াতে মুরগীর বাচ্চা দেখাশুনা এবং খাদ্য পানিয় দেওয়াতে তিনি পড়েছেন চরম বিপাকে এ অবস্থায় স্থানীয় অনেকের কাছে দৌড়ঝাপ করেও কোন প্রতিকার পাননি। ইকবল সরদারের ছেলে ইলিয়াস হোসেন বলেন রাস্তাটি আমাদের পারিবারিক যাতয়াতের জন্য ছিল। আমরা অধিক সুবিধা হওয়ায় বাড়ির অন্য পাশ দিয়ে রাস্তা রেখে এটা বন্ধ করে দিয়েছি। বিষয়টি সমাধানের জন্য ভুক্তভোগী আইয়ুব আলী উদ্ধর্তন কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।