এস এম জাকির হোসেন শ্যামনগর থেকেঃ শ্যামনগর উপজেলা সড়কের পাশে থাকা এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মাইক্রোবাস ধাক্কা দিয়ে গুরুতর আহত করেছে এবং মাইক্রোবাস পালিয়ে গেছে। ঘটনাসূত্রে জানাযায়, গত ১৮ অক্টোবর মঙ্গলবার রাত ১০ টার দিকে মাইক্রোবাসের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মাথা ফেটে প্রচুর রক্ত বেয় হয়। আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে কয়েক জন যুবক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং সাথে সাথে তার চিকিৎসার ব্যবস্থা করে। তার মাথায় ৮/১০ টি সেলাই দিতে হয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানান, আঘাত বেশ গুরুতর। তার মাথায় সেলাই দেওয়া হয়েছে ও তাকে হাসপাতালের বেডে স্থান করে দেওয়া হয়েছে। পাগলটি এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। উপজেলা সড়কে বহুদিন ধরে বিভিন্ন দোকানের সামনে শুয়ে বসে থাকতে দেখা যেতো তাকে। রাস্তার পাশের দোকানদার এবং পথচারীদের দেয়া খাবার খেয়ে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি সবসময় ঐ পথে শুয়ে থাকতো। এদিকে পাগলের এক্সিডেন্টের খবর শুনে দ্রুত ছুটে আসেন ডাঃ আমজাদ হোসেন এবং তার সমস্ত রকম চিকিৎসার ব্যবস্থা করেন। ডাঃ আমজাদ হোসেন পাগলকে প্রতিদিন খাওয়াতেন, নতুন জামা প্যান্ট পরাতেন এবং তার দেখাশোনা করতেন। পাগলকে তিনি খুব যতœ করতেন। প্রত্যাক্ষদর্শীরা জানান, পাগলটা যথারীতি আগের মতই রাস্তার উপর বসে ছিলো। দ্রুত গতিতে বাসস্টান্ড অভিমুখে যাওয়া একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। অনেকেই তাকে বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট মনে করলেও কখনো বিস্তারিত কোন কিছু তার সম্পর্কে জানা যায়নি। আবার অনেকেই ধারনা করেন এই পাগলকে কেউ ভারত থেকে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে। কারণ মাঝে মাঝে তার মুখ থেকে হিন্দী বলতে শোনা যেতো। তবে সে কোথা থেকে এসেছে, তার নাম কি বা তার কোন পরিচয় জানা সম্ভব হয়নি।