বিশেষ প্রতিনিধি \ আশাশুনিতে নৃ-গোষ্ঠির সদস্যদের প্রাণি সম্পদ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। গতকাল উপজেলা প্রাণি সম্পদ দপ্তরে এক দিনের এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণি সম্পদ দপ্তর সমতল ভ‚মিতে বসবাসরত অনাগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় প্রাণি সম্পদ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০ জন নৃ-গোষ্ঠির সদসদের নিয়ে ৩য় ব্যাচের এ প্রশিক্ষণ পরিচালনা করেন, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ এবিএম রউফ ও আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুসেইন খাঁন। এছাড়া উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান ও প্রকল্পের অন্য কর্মকর্তাবৃন্দ প্রশিক্ষণ প্রদান করেন।