বিশেষ প্রতিনিধি \ আশাশুনি সদরের ধন্যহাটি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছেন নবাগত সিভিল সার্জন। মঙ্গলবার সকাল ১০ টার দিকে তিনি ধান্যহাটি গ্রামে অবস্থিত ক্লিনিক পরিদর্শন করেন। ক্লিনিকে গিয়ে সিভিল সার্জন ডাঃ সবিজুর রহমান দৈনন্দিন কার্যক্রম, ঔষধপত্রের ব্যবহারসহ সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেন। উপস্থিত রোগিদের সাথে কথা বলেন। এসময় তিনি আরও দায়িত্বশীলতার সাথে কাজ করে আগত রোগিদের কল্যানে উদ্যোগী হতে আহবান জানান। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, সেনেটারী ইন্সপেক্টর গোলাম মোস্তফা, স্বাস্থ্য পরিদর্শক মোক্তারুজ্জামান স্বপন, পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুল্লাহেল কাফী, স্বাস্থ্য সহকারী চন্দ্র শেখর, সিএইচসিপি বজলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।