স্টাফ রিপোর্টার ঃ সদর উপজেলার ১৮নং খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠ দান করলেন নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা। এর পূর্বে তিনি শ্রেনি কক্ষে অবস্থান পরবর্তি শিক্ষকদের পাঠদান প্রত্যক্ষ করেন। প্রধান শিক্ষক জাকির হোসেন জানান নির্বাহী অফিসার মহোদয় আকস্মিক ভাবে বিদ্যালয়টি পরিদর্শন করেন এবং তিনি অত্যন্ত আন্তরিকতা ও মমতার সাথে শিক্ষার্থীদের পাঠদান করেন। বিদ্যালয়ের সামগ্রীক পরিবেশ, বিশেষ করে পড়ালেখার মান, স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতায় নির্বাহী অফিসার ধন্যবাদ জানান। উলেখ্য প্রধান শিক্ষক জাকির হোসেনের নেতৃত্বে ১৮ নং খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় টি অনেক উচ্চতায় পৌছেছে।